বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
দেশজুড়ে চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। পশ্চিম বর্ধমান জেলাতেও সেই কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। জেলা নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, মোট ২৩ লক্ষ ২৭ হাজার এনুমারেশন ফর্মের মধ্যে ইতিমধ্যেই ২০ লক্ষ ৫০ হাজার ফর্ম মানুষের হাতে পৌঁছে গেছে। অর্থাৎ এখনো প্রায় ২ লক্ষ ৭৭ হাজার ফর্ম বিতরণ বাকি রয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুণ্যাবলাম এস।

শুধু বিতরণ নয়, ইতিমধ্যেই ২০ হাজারেরও বেশি ফর্ম জমা পড়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসনের তরফে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে —
👉 যত দ্রুত সম্ভব এনুমারেশন ফর্ম সংগ্রহ করুন,
👉পরিষ্কারভাবে সঠিক তথ্য লিখে পূরণ করুন,
👉 এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ফর্ম জমা দিন।
প্রশাসনের মতে, এই কাজটি শুধু প্রশাসনিক নয়, এটি আমাদের দেশের কাজ — প্রতিটি নাগরিকের দায়িত্ব দেশের ভোটার তালিকাকে হালনাগাদ ও নিখুঁত রাখা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার কাজে সক্রিয় ভূমিকা নিলে ভবিষ্যতে ভোটার কার্ড সংক্রান্ত কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না। তাই সচেতন নাগরিক হিসেবে এখনই নিজের ও পরিবারের সদস্যদের ফর্ম সংগ্রহ ও জমা দিয়ে দেশের কাজে অংশগ্রহণ করুন।






