বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল: সাধারণ যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাস্তা বন্ধ করে দেওয়ায় উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের ট্রাফিক রেল কলোনি টিজি মোড়-সংলগ্ন এলাকা। রেল ডিভিশনের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। স্কুল পড়ুয়া, নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ – সকলেই সমস্যায় পড়েছেন। প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন আসানসোল পুরনিগমের তৃণমূল কাউন্সিলর মৌমিতা বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।
স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তাটি জিটি রোডের সঙ্গে যুক্ত অন্যতম সংযোগকারী পথ। এ পথ দিয়ে প্রতিদিন বহু স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং ট্রেনযাত্রীরা যান। তাছাড়া আসানসোলের বাজারে আসতেও অনেকে এই পথ ব্যবহার করেন। রেল প্রশাসনের হঠাৎ এই রাস্তা বন্ধ করার সিদ্ধান্তে জনজীবন কার্যত ব্যাহত।
ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভে নেতৃত্ব দেন কাউন্সিলর মৌমিতা বিশ্বাস। তিনি বলেন,
> “আসানসোলের যানবাহনের চাপ আগেই অত্যাধিক। এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিলে শুধু যানজট নয়, সাধারণ মানুষের সমস্যা চরমে পৌঁছাবে। তাই রেল প্রশাসনের এই একতরফা সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না।”
তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে বিক্ষোভে সামিল হন স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা। সিপিএমের স্থানীয় নেতৃত্বও হুঁশিয়ারি দিয়েছে যে, প্রয়োজনে তারাও আন্দোলনে যোগ দেবে।
স্থানীয়রা রেল প্রশাসনসহ জেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। সাধারণ মানুষের বক্তব্য, মোটরসাইকেল ও সাইকেলসহ সাধারণ যাতায়াতের পথটি অবিলম্বে খুলে দিতে হবে, না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।





