বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল: বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হল একটি পরিবার। আসানসোলের চাঁদমারি এলাকার রেল কোয়ার্টারে আচমকা আগুন লাগে, এবং মুহূর্তের মধ্যেই তা দাউদাউ করে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে ঘরের সমস্ত জিনিসপত্র।

জানা গিয়েছে, ঘটনার সময় বাড়ির সদস্যরা চিকিৎসার কাজে শহরে গিয়েছিলেন। ঘরে সম্ভবত প্রদীপ বা ধূপকাঠি জ্বলছিল বলে অনুমান স্থানীয়দের। সেই থেকেই আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ধোঁয়া দেখতে পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে প্রথমে বালতি দিয়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকল বিভাগকে খবর দিতে হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। যদিও ততক্ষণে ঘরের আসবাবপত্র, নথি, পোশাক সহ সব কিছুই পুড়ে ছাই।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল, আসানসোল উত্তর থানার পুলিশ ।





