বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
ধনবাদে ফের বড়সড় অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার সকালে কোলকাতা ও ধনবাদ শহরের বিশিষ্ট কয়লা ব্যবসায়ী লালবাবু সিং ও তাঁর ভাই কুম্ভনাথ সিংয়ের একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি শুরু করে ইডি-র একটি বিশেষ দল। জানা গিয়েছে, প্রায় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সহ ১৬ যায়গায় একসঙ্গে এই অভিযান চলছে।

এল.বি. সিং এবং কুম্ভনাথ সিং—দু’জনেই নিজের ভাই এবং একটি নামী কয়লা আউটসোর্সিং সংস্থার মালিক। বিসিসিএলের কয়লা খনিতে কয়লা উত্তোলনের ঠিকা রয়েছে এই কয়লা ব্যবসায়ীর। কয়লা স্ক্যাম ও আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক অসঙ্গতি নিয়ে তদন্তের অংশ হিসেবেই এই হানা বলে ইডি সূত্রে অনুমান করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে প্রায় দশ বছর আগে বিসিসিএল-এ টেন্ডার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিবিআই ও ইডি এল.বি. সিংয়ের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালিয়েছিল। সেই সময় কেন্দ্রীয় তদন্ত দলের ওপর গুলি ও বোম চালানোর অভিযোগও উঠেছিল এল.বি. সিংয়ের বিরুদ্ধে। নতুন করে ইডির এই তল্লাশি অভিযান ঘিরে ধনবাদজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।







