কোলকাতা ও ধানবাদে ইডির হানা, বড় কয়লা ব্যবসায়ীদের একাধিক ঠিকানায় তল্লাশি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

ধনবাদে ফের বড়সড় অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার সকালে কোলকাতা ও ধনবাদ শহরের বিশিষ্ট কয়লা ব্যবসায়ী লালবাবু সিং ও তাঁর ভাই কুম্ভনাথ সিংয়ের একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি শুরু করে ইডি-র একটি বিশেষ দল। জানা গিয়েছে, প্রায় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সহ ১৬ যায়গায় একসঙ্গে এই অভিযান চলছে।

ইডির হানা, কলকাতা ও ধানবাদে

এল.বি. সিং এবং কুম্ভনাথ সিং—দু’জনেই নিজের ভাই এবং একটি নামী কয়লা আউটসোর্সিং সংস্থার মালিক। বিসিসিএলের কয়লা খনিতে কয়লা উত্তোলনের ঠিকা রয়েছে এই কয়লা ব্যবসায়ীর। কয়লা স্ক্যাম ও আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক অসঙ্গতি নিয়ে তদন্তের অংশ হিসেবেই এই হানা বলে ইডি সূত্রে অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে প্রায় দশ বছর আগে বিসিসিএল-এ টেন্ডার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিবিআই ও ইডি এল.বি. সিংয়ের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালিয়েছিল। সেই সময় কেন্দ্রীয় তদন্ত দলের ওপর গুলি ও বোম চালানোর অভিযোগও উঠেছিল এল.বি. সিংয়ের বিরুদ্ধে। নতুন করে ইডির এই তল্লাশি অভিযান ঘিরে ধনবাদজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Posts

ঘাটশিলা উপনির্বাচনে ত্রিমুখী লড়াই: জেএমএম প্রার্থী সোমেশ সোরেনকে সিপিএমের সমর্থন, মর্যাদার লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছে কোইলহান

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ঝাড়খণ্ডের ঘাটশিলা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তাপমাত্রা দ্রুত বেড়ে চলেছে। প্রচার তুঙ্গে, অভিযোগ-প্রত্যাঘাত চলছেই। এদিকে, সিপিএমের ঝাড়খণ্ড শাখা বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা…

Read more

झारखंड के ‘दिशोम गुरु’ शिबू सोरेन का निधन, गंगा राम अस्पताल में ली अंतिम सांस

बंगलार जागरण डॉट कॉम संवाददाता रांची/नई दिल्ली, 4 अगस्त 2025: झारखंड के पूर्व मुख्यमंत्री और झारखंड मुक्ति मोर्चा (JMM) के संस्थापक शिबू सोरेन का सोमवार सुबह नई दिल्ली के सर…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *