
নিজস্ব সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর : আট বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী! গত বৃহস্পতিবার চারবন্ধু ও চার বান্ধবী বাঁকুড়ার বিহারিনাথে ঘুরতে যান।
দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আসানসোল মহিলা থানায়। দুইজনের নামে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার মা।
অভিযুক্তরা পলাতক, এক অভিযুক্তের বাবা-মাকে আটক করেছে পুলিশ।

নির্যাতিতা দুর্গাপুরে সরকারি হাসপাতালে ভর্তি। ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন,
নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
অভিযুক্তদের বাড়ি আসানসোলের ইসমাইল গুরুনানক পল্লী এলাকায়।
প্রতিবাদে এসিপি সেন্ট্রাল অফিসের সামনে রাস্তা অবরোধ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের।
এক অভিযুক্তের আত্মীয় নাকি বিজেপি নেতা বলে অভিযোগ তৃণমূলের।
রাজনীতি নয়, অভিযুক্তদের আগে গ্রেফতার করতে হবে বলেন অগ্নিমিত্রা পাল।