
বাঙ্গলার জাগরন সংবাদদাতা
শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু কে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর রাজ্যজুড়ে চলছে রাজনৈতিক আন্দোলন। পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তরে জেলার সিপিআইএমের যুব সংগঠন জেলাশাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখায়।

তাদের দাবি ব্রাত্য বসুর ঘটনাকে কেন্দ্র করে এই জেলায় সিপিএমের যুব ও ছাত্র সংগঠনের কর্মীদের বিভিন্নভাবে হয়রানি শিকার হতে হচ্ছে। তাদের দলের প্ররোচনা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চলছে, যার ফলে শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। ছাত্র-ছাত্রীদের পাশে থাকার জন্য ছাত্র যুব সংগঠন এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার জন্য বড় জমায়েত না করে কয়েকজন মিলে হাতে ফ্লাগ ও ফেস্টুন নিয়ে এই বিক্ষোভ করে।
যুবনেতা ভিক্টর আচার্য জানান তাদের আন্দোলন স্লোগান সর্বত্র চলবে, যতক্ষণ না পর্যন্ত শিক্ষাক্ষেত্রে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।।
তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায় জানান সিপিএমের কোন ছাত্র সংগঠনই নেই। গুটিকয়েক ছেলে ডিএম অফিস গেছে। তাদের না আছে ছাত্র, না আছে যুব। সাধারণ মানুষ যাদেরকে আর গ্রহণ করছে না। তাদের এই আন্দোলনের কোন মূল্য নেই। তৃণমূল কংগ্রেস ছাত্র ও যুবদের পাশে ছিল থাকবে।।