এবার, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অণ্ডালের আস্ত স্কুল, অভিযোগ, অবৈধ কয়লা উত্তোলনেই বিপদ

একি ভয়াবহ ঘটনা একেবারে একটা আস্ত স্কুল হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল কয়লা খনির ধসের জেরে। তবে রেহাই একটাই দিনের বেলায় স্কুল চলাকালীন এই ইংরেজি মাধ্যম স্কুলটিতে এই ঘটনা ঘটেনি, তাই অসংখ্য পড়ুয়ার জীবন রক্ষা পেল রাতের দিকে এই ধসের ঘটনা ঘটায়। তবে এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন যে আগামীতে অন্য সকল জনবহুল এলাকাগুলিতেও এই ধসের ঘটনা হওত ঘটতে পারে। সোমবার রাত্রে প্রায় ৭ঃ৩০ টা নাগাদ পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত খাস কাজোড়ার আজির বাগান এলাকায় একটি বেসরকারি স্কুলের নিচের অংশ হঠাৎ এই ধসের কবলে পড়ে এই ঘটনার যেরে হুর মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের বিস্তীর্ণ অংশ, বিষয়টি লক্ষ্য করে আতঙ্কে শিউরে ওঠে স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করেই স্কুলের ওই অংশটি ধসে পড়ায় সংলগ্ন এলাকা যে ধসের কবলে পড়তে পারে তা নিয়েই অনেকের রাতের ঘুম উড়েছে। ঘটনা প্রসঙ্গে স্থানীয় এলাকার তৃণমূল নেতৃত্বর দাবি করেছেন ই সিএল এর গাফিলতির জন্যই এই ঘটনা ঘটছে। এ বিষয়ে অন্ডাল থানার পুলিশ খবর পাওয়ার পর ইসিএল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে ওই এলাকাটি বিপদজনক এলাকা হিসেবে চিহ্নিত করে সমস্ত এলাকাটিকে বিপজ্জনক স্থান হিসেবে ঘিরে ফেলেছে। জানা গেছে এদিনের এই ধসের ঘটনায় স্কুল বিল্ডিং টি মাটির নিচে চলে গেছে পাশে একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটিও মাটির গভীরে চলে গেছে আশেপাশের অংশেও যে কোন মুহূর্তে প্রভাব পড়তে পারে বলেই ভয়ে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা বলেই দাবি করেছেন।


তবে স্থানীয় বাসিন্দারা অবৈধ ভাবে কয়লা উত্তোলনকেও দায়ী করছে। তাদের অভিযোগ না ইসিএল না স্থানীয় প্রশাসন নজর দেয় তাই এই ঘটনা ঘটিছে।
বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি জানান ই সি এল এর একশ্রেণীর অসাধু আধিকারিক ও অবৈধ ভাবে কয়লা উত্তোলন যারা করছে সেই কয়লা মাফিয়াদের জন্যই এই ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এরা সকলেই।

Related Posts

দেবতনু ভট্টাচার্য হল বিজেপির আসানসোল জেলা সভাপতি।

বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি হলেন দেবতনু ভট্টাচার্য। জোন কো কনভেনার (৮ টা লোকসভা এলাকা) ছিলেন দেবতনু। গত বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার প্রাথী হয়েছিল দেবতনু।…

Read more

মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক মাতলেন বসন্ত উৎসবে।

বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক সকাল বেলায় পাড়ার মহিলাদের সঙ্গে নিয়ে বসন্ত উৎসব পালন করলেন। গানের তালে তালে নৃত্য করেন সকলেই। আসানসোল রবীন্দ্র ভবনের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *