
বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা

শুট আউটের ঘটনায় আসানসোল থেকে গ্রেফতার ইন্দাল যাদব। বেলঘড়িয়ায় তৃনমুল নেতা বিকাশ সিং এর শুট-আউটের ঘটনায় গ্রেফতার হয় ইন্দাল যাদব।আসানসোল থেকে তাকে গ্রেফতার করে বেলঘড়িয়া থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করছে বেলঘড়িয়া থানার পুলিশ আধিকারিকরা। শুক্রবার তাকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠায় পুলিশ।
আসানসোলে ঘা ঢাকা দিয়ে ছিল ইন্দাল। গোপন সুত্রে খবর পেয়ে আসানসোল পুলিশ ও বেলঘড়িয়া পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে ইন্দলকে গ্রেফতার করে বেলঘড়িয়া নিয়ে যায়।।