
বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
আসানসোলের জামুড়িয়ায় কাপড়ের দোকানে ভয়াবহ আগুন। রবিবার গভীর রাতে লাগে আগুন। এখনও আগুন ধিক ধিক করে জ্বলছে। আসানসোল ও রানীগঞ্জ থেকে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। স্থানীয় কারখানার ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যতক্ষণে আগুন নিয়ন্ত্রণ করে ততক্ষণে কাপড়ের দোকান পুড়ে যায়। আগুনের ফলে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এখনও আগুনের শিখা দেখা যাচ্ছে। আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে তিনতলা পর্যন্ত আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। আগুন চারিদিকে যেন ছড়িয়ে না যায় সেজন্য দমকল বাহিনী তিনটে ইঞ্জিন অনবরত কাজ করে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান জামুরিয়াতে একটা দমকল স্টেশন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত তা না হওয়ায় এই রকম সমস্যা দেখা দিচ্ছে। এইরকম ঘটনা এর আগেও হয়েছে দমকল বাহিনী আগুন নেভানোর জন্য আসার আগেই আগুনের লেলিয়ান শিখা গোটা এলাকা ছড়িয়ে পড়ে।