
বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
চরন মুখার্জী, রানিগঞ্জ : আসানসোল : ছিনতাইবাজদের হাত থেকে, নিজের ছিনিয়ে নেওয়া মোবাইল, উদ্ধার করে, ছিনতাইকারীদের ধরে বেধড়ক মার দিলেন এক মহিলা। তাদের আটকে রেখে স্থানীয়দের সহায়তায় ২ ছিনতাইবাজকে স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে, পুলিশের হাতে তুলে দিল ঐ মহিলা।

মঙ্গলবার বিকেলে এমনই ঘটনাটি ঘটেছে আসানসোলের রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকে। কাজোড়া গ্রামের বছর ত্রিশে দিনমজুর মহিলা টুম্পা বাগদি, যাচ্ছিলেন মঙ্গলপুরে নিজের কর্মক্ষেত্রে। মঙ্গলপুর শিল্পতালকের একটি প্লাস্টিক তৈরীর কারখানায় কাজ করেন তিনি। মঙ্গলবার ঐ মহিলা যখন মঙ্গলপুরের রাস্তা ধরে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন, তখন দুই দুস্কৃতি ঐ মহিলাকে ফোনে কথা বলতে দেখে, ধাক্কা দিয়ে তার সঙ্গে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যদিও মুহূর্তের মধ্যে টুম্পা বাগদি চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। স্থানীয়রা শুনে তারা করে ঐ ২ দুষ্কৃতিকে ধরে রাখে। বেশ কয়েকজন চড় থাপ্পড়ও মারে তাদের। রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলপুর এর কাছে আটকে রাখা, ওই দুষ্কৃতীদের ধরে নিয়ে যায়।।
পুলিশ জানিয়েছে ধৃত এই দুষ্কৃতীদের কে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে, তারা এলাকায় আর কোন দুষ্কৃতীমূলক ঘটনা সঙ্গে যুক্ত ছিল কিনা, সেইসব সম্পর্কেও খোঁজ খবর নেওয়া হচ্ছে।।