
বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
শিল্পাঞ্চলের ব্যবসায়ী পূর্ণেন্দু চৌধুরী ওরফে টিপুর মা গীতা রানী চৌধুরী ৭৩ বছর বয়সে মারা গেলেন। তার মৃত্যুতে চৌধুরী পরিবার সহ পাড়া প্রতিবেশীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পূর্ণেন্দু বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। কংগ্রেস ছাত্র রাজনীতি থেকেই রাজনীতিতে সক্রিয়। মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তার মায়ের চোখও মরণোত্তর দান করা হয়। আসানসোল পুনরদৃষ্টি হাসপাতালের আই ব্যাঙ্ক চোখ সংগ্রহ করে।।

পূর্ণেন্দু চৌধুরী জানান, হঠাৎ মা মারা যান। এতে আমরা সবাই মর্মাহত। তার ইচ্ছা ছিল মৃত্যুর পর চোখ দান করার। তাই তার শেষ ইচ্ছা পূরণ হলো। যদিও তার মা আর নেই, তার চোখ যে কারো চোখে আলো আনবে। কারো জীবনে আসবে নতুন আলো। কালাঝাড়িয়া শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বলে তিনি জানিয়েছেন।