Pandabeswar: মাথার খুলি, হাড়-গোড়, জামা ও জুতার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

পাণ্ডবেশ্বর:- শনিবার কুমারডিহির “ডিহি” পার্কের পেছনে খোলা মাঠ থেকে উদ্ধার হয় কিছু হাড়ের টুকরো, মাথার খুলির অংশ । এগুলি কোন অল্পবয়সী শিশুর শরীরের অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে ।
এরপরেই “ডিহি” পার্কের ভেতর ও বাইরে তল্লাশি শুরু করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । ঘটনাস্থলের চারপাশ ঘিরে রাখে বিশাল পুলিশ বাহিনী । সন্ধে পর্যন্ত চলে তল্লাশি অভিযান ।

সূত্র মারফত জানা যায় তল্লাশিতে মাথার খুলি, হাড়, চুল, কাপড়ের টুকরো উদ্ধার হয়েছে । এগুলি অল্পবয়সী কোন শিশুর শরীরের অংশ হতে পারে বলে ধারণা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের । ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য । এদিন উদ্ধার হওয়া মানব শরীরের অংশের সাথে এলাকার দুই যমজ বোনের নিখোঁজ রহস্যের যোগ থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের ।।
উল্লেখ্য গত ডিসেম্বর মাসে কুমারডিহি স্টেডিয়াম থেকে নিখোঁজ হয়ে যায় স্নেহা ও স্নিগ্ধা বাউরী নামে বছর দশকের দুই যমজ বোন ।‌ অন্ডালের কাজোরা গ্রামে তাদের বাড়ি হলেও নিখোঁজ যমজ বোন থাকতো কুমারডিহি গ্রামে বাউরী পাড়ায় তাদের মামার বাড়িতে । পুলিশ তদন্ত শুরু করলেও নিখোঁজ যমজ বোনের খোঁজ মেলেনি এখনো । বিষয়টি নিয়ে এলাকায় তৈরি হয়েছিল চাপা ক্ষোভ । ফেব্রুয়ারি মাসে নিখোঁজ বোনেদের সন্ধান পেতে এক লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করে বিভিন্ন এলাকায় পোস্টার দেয় পুলিশ । কিন্তু তারপরও মিলেনি সাফল্য । এদিন মানব শিশু শরীরের দেহের অংশ উদ্ধারের সাথে ঐ যমজ বোনের নিখোঁজ ঘটনার যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে । উদ্ধার অভিযানে পুলিশের সাথে নিখোঁজ বোনদের আত্মীয়রা থাকাই এই সন্দেহ আরও দৃঢ় হয় । পুলিশের পক্ষ থেকে এদিনের উদ্ধার ঘটনা সম্পর্কে কিছু জানানো হয়নি । তবে সূত্র মারফত জানা গেছে উদ্ধার হওয়া জামার টুকরো, জুতোর সাথে শিশু দুটির জামা ও জুতোর মিল পাওয়া গেছে । যে জায়গা থেকে দেহের অংশ উদ্ধার হয়েছে সেই জায়গাগুলি এদিন পুলিশ ব্যারিকেড করে দেয় । ঘটনাস্থলে নমুনা সংগ্রহের জন্য ফরেন্সিক দল আসতে পারে বলে পুলিশ সূত্রের খবর । তবে উদ্ধার হওয়া দেহের অংশের ডিএনএ পরীক্ষার পরেই এগুলির সাথে নিখোঁজ বোনের সম্পর্ক রয়েছে কিনা তা জানা সম্ভব হবে বলে পুলিশ সূত্রে জানা যায় ।

Related Posts

আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ছক! আসানসোলে এসটিএফের জালে ধরা পড়ল পাচারকারী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা মালদা থেকে আসানসোলগামী একটি সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে এক পাচারকারী। বৃহস্পতিবার সকালে জুবলী মোরে আসানসোল…

Read more

চিনাকুড়ি কয়লাখনিতে ৫৫ শ্রমিকের পুনর্বহাল ও স্থানীয় নিয়োগের দাবিতে বিক্ষোভ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ৫৫জন শ্রমিককে কাজে পুর্নবহাল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে আসানসোলের কুলটির চিনাকুড়ি একটি বেসরকারী কয়লাখনিতে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।বৃহস্পতিবার সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *