রেল হাসপাতালেই চিকিৎসা পাচ্ছেননা ক্যান্সার আক্রান্ত রেল কর্মী, প্রতিবাদে বিক্ষোভে রেল কর্মীরা, চাপে পড়ে চিকিৎসার আশ্বাস কর্তৃপক্ষের

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল :- ক্যন্সার আক্রান্ত অবসর প্রাপ্ত রেল কর্মী শম্ভু সিং অভিযোগ সে চিকিৎসা পাচ্ছেনা, অভিযোগ আসানসোল রেল হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালে আবেদন জানিয়েও চিকিৎসা না পাওয়াই বিক্ষোভে নামল অন্যন্য রেল কর্মীরা।

কোলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে রেল কর্মীর ক্যান্সার ধরা পরে। রেল হাসপাতাল প্রথমে তার চিকিৎসা টাটা মেমোরিয়াল হাসপাতালে করায়। সেখানে প্রথম কেমো নেওয়ার পর, দ্বিতীয় ও তৃতীয় কেমো পেয়ে চড়ম হয়রানির স্বীকার হয় রেল কর্মী শম্ভু সিং। পরের কেমো নেওয়ার জন্য আসানসোল রেল হাসপাতালে ক্যান্সার আক্রান্ত ঐ রোগী বহু বার দরবার করেও চিকিৎসা পায় না। তখন এই চড়ম সমস্যার কথা অন্যন্য রেল কর্মীকে জানালে হাসপাতালে বিক্ষোভ দেখায় রেলকর্মীরা। পরে চাপে পড়ে চিকিৎসার আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন হলো ২১ দিন অন্তর কেমো নেওয়ার কথা সেখানে ৪২ দিন হয়ে গেলো! এখন কেমো নেওয়ার পর তার শারীরিক অবস্থা কি হয় তা মেডিকেল সায়েন্স ই বলতে পারবে। এই বিষয়ে রেল হাসপাতালের সি এম এস চিকিৎসক বীণা মারডী কে জিজ্ঞেস করলে উনি কিছু বলতে চাননি। জন সংযোগ আধিকারিক বিপ্লব বাউরি কে জিজ্ঞেস করলে উনি এখনও কিছু বলেননি।।

Byte Sambhu Singh Victims
Butan Mukherjee X Rail employees

Related Posts

আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ছক! আসানসোলে এসটিএফের জালে ধরা পড়ল পাচারকারী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা মালদা থেকে আসানসোলগামী একটি সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে এক পাচারকারী। বৃহস্পতিবার সকালে জুবলী মোরে আসানসোল…

Read more

চিনাকুড়ি কয়লাখনিতে ৫৫ শ্রমিকের পুনর্বহাল ও স্থানীয় নিয়োগের দাবিতে বিক্ষোভ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ৫৫জন শ্রমিককে কাজে পুর্নবহাল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে আসানসোলের কুলটির চিনাকুড়ি একটি বেসরকারী কয়লাখনিতে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।বৃহস্পতিবার সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *