
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হল মা ঘাগরবুড়ি মন্দিরের ফলহারিনি কালীপুজো।

রবিবার আসানসলের বুধা পি এন টি মাঠ থেকে শুরু হয় এই শোভাযাত্রা। এস বি গড়াই রোড, মহিশীলা, ঊষাগ্রাম হয়ে মা ঘাঘর বুড়ী মন্দিরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

আগামীকাল ফলহারিনি কালীপুজো উপলক্ষে হয় এই শোভাযাত্রা। এদিন মা ঘাগরবুড়ি মন্দিরে ভক্তদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। আগামীকাল সকালে মন্দির প্রাঙ্গণে কুমারী পূজা হবে, সন্ধ্যায় পুজো ও মেলা হয়। পাশাপাশি আগামীকাল গঙ্গা আরতি হবে এই প্রথমবার যা আকর্ষনের কেন্দ্র হবে বলে উদ্যোক্তারা জানান।।