

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল দক্ষিণ থানার সাঁতাইশা মোড় এলাকায় প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ১১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, আসানসোলের কুলটির নিয়ামতপুরের চাল ব্যবসায়ী রাকেশ ঝুলানিয়ার দুই কর্মী ব্যবসার টাকা কালেকশন করে মোটরবাইকে করে আসানসোল থেকে নিয়ামতপুর ফিরছিলেন। সেই সময় সাঁতাইশা মোড়ের কাছে দুই দুস্কৃতী মোটরবাইকে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ছিনতাই হওয়া টাকার পরিমাণ প্রায় ১১ লক্ষ টাকা।

ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে।
ভিকটিম কর্মী রবীন্দ্রনাথ সিংহ বলেন,
> “হঠাৎই বাইক নিয়ে দুই জন আমাদের সামনে এসে বন্দুক দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়, আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়।”
ব্যবসায়ী সচিন বলোদিয়া জানান,
> “আমরা প্রতিদিনই এই রাস্তায় টাকা নিয়ে যাতায়াত করি, এমন ঘটনা কখনও ঘটেনি; এখন খুবই ভয় লাগছে।”
রাকেশ ঝুলানিয়া বলেন,
> “এত বড় অঙ্কের টাকা লুট হওয়ায় আমরা বিপাকে পড়েছি, প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানাই।”
ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ী মহল দ্রুত পুলিশের কড়া নিরাপত্তা ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছেন।