
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা1
জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশে বুথ লেভেল অফিসার (BLO) ও BLO সুপারভাইজারদের জন্য বার্ষিক ভাতায় বড়সড় বৃদ্ধি করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো এক চিঠিতে কমিশন জানিয়েছে, এবার থেকে BLO-রা বার্ষিক ১২,০০০ টাকা পাবেন। আগে যেখানে এই ভাতা ছিল প্রায় অর্ধেক, সেখানে এক লাফে তা প্রায় দ্বিগুণ করা হয়েছে।

তাছাড়া যারা সুপারভাইজারের দায়িত্ব সামলাবেন, সেই BLO-রা পাবেন বার্ষিক ১৮,০০০ টাকা ভাতা। শুধু তাই নয়, বিশেষ ভোটার তালিকা সংশোধন (SSR/SR) বা কমিশন নির্দেশিত অন্য কোনো বিশেষ কর্মসূচিতে (special drive) অংশ নিলে BLO-দের জন্য নির্ধারিত হয়েছে অতিরিক্ত বিশেষ ভাতা — ২,০০০ টাকা।

নির্বাচন কমিশনের এই চিঠিতে স্পষ্ট উল্লেখ আছে, এই নির্দেশ দ্রুত সংশ্লিষ্ট সকলের কাছে পৌঁছে দিতে হবে, যাতে নিয়ম মেনে কার্যকর করা যায়।
চিঠিটি স্বাক্ষর করেছেন কমিশনের সচিব পবন দেওয়ান।
নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় BLO-দের অবদান অনস্বীকার্য। তাই তাঁদের প্রতি এই আর্থিক স্বীকৃতি যে অনুপ্রেরণা জোগাবে, তাতে সন্দেহ নেই।